শিশুদের বিশ্বনবি
প্রসঙ্গ কথা
বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মহান আল্লাহর প্রেরিত সর্বশেষ নবি ও রাসূল (সা.)। তিনি বিশ্বনবি, তিনি রাহমাতুল্লিল আলামীন। তাঁর সততা ও বিশ্বস্ততা ছিল সর্বজন স্বীকৃত। তাই সবার কাছে তিনি 'আল আমিন' বা বিশ্বস্ত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। মানবকল্যাণ, দয়া, ক্ষমা, ভালোবাসা, পরোপকার ইত্যাদি ছিল তাঁর মহান চারিত্রিক বৈশিষ্ট্য। সহজ-সরল ও অনাড়ম্বর জীবন ছিল তাঁর ভূষণ। এক কথায় তিনি ছিলেন সকল মানবিক গুণে গুণান্বিত আদর্শবান মহামানব। তিনি বিশ্বমানবতার জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়। তাঁর ৬৩ বছরের নাতিদীর্ঘ জীবনকাল গণনার দিক থেকে খুব বেশি না হলেও ইতিহাস সৃষ্টির দিক থেকে এক বিরল দৃষ্টান্ত। তাঁর মহান চরিত্র ও জীবন আদর্শের মধ্যে রয়েছে বিশ্বের সব মানুষের জন্য সর্বোত্তম আদর্শ। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন: “নিশ্চয় আল্লাহর রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ।” (সূরা আহযাব: ১৪)
মানবতার মহান শিক্ষক হয়ে তিনি পৃথিবীতে আগমন করেছিলেন। রাসূলুল্লাহ (সা.) নিজেই বলেছেন, "আমি উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্যই প্রেরিত হয়েছি।” (মুসনাদ আহমদ)
মহানবি (সা.)-এর মহানুভবতা ছিল অসীম। মানুষের জন্য যেমন তাঁর বুকভরা ভালোবাসা ছিল, তেমনি সৃষ্টি জগতের প্রতি তাঁর দয়া ও ভালোবাসা ছিল অফুরন্ত। বন্ধুদের প্রতি যেমন তাঁর অনাবিল ভালোবাসা ছিল, তেমনি শত্রুদের প্রতি তাঁর দয়া ছিল অসীম। সার্বিকভাবে মহানবি (সা.) ছিলেন মানবতার মহান বন্ধু। তাঁর জীবনের সবকিছুই আমাদের জন্য শিক্ষনীয়। তাই তাঁর জীবন-ইতিহাস জানা আমাদের জন্য অতীব জরুরি। এই বইটিতে আমাদের ছোট বন্ধুদের জন্য মহানবি (সা.)-এর জীবন-ইতিহাস সংক্ষেপে তুলে ধরা হয়েছে। আমাদের শিশু-কিশোর বন্ধুরা মহানবি (সা.)-এর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে সুন্দর জীবন গড়বে এবং আলোকিত মানুষ হবে এটাই আমাদের প্রত্যাশা। মহান আল্লাহ আমাদের সৎকর্মগুলো কবুল করুন, আমীন।-লেখক